॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে গতকাল ১৮ই মে সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রী (বিএ/বিএসএস) ইংরেজী ১ম পত্রের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে ১৬জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক তাদেরকে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ‘অর্থনৈতিক সুবিধার বিনিময়ে বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষার্থীদের নকলের সুযোগ দেয়া হবে’ মর্মে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিককে সেখানে পাঠানো হয়। তিনি গিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রচুর পরিমাণে নকল ও মোবাইল ফোন উদ্ধার করাসহ ১৬জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক বলেন, পরীক্ষা হলের সমন্বয়কারী প্রভাষক আতিয়ার রহমান পরীক্ষার্থীদের কাছ থেকে ৫শত টাকা করে অর্থনৈতিক সুবিধা গ্রহণের বিষয়টি অস্বীকার করলেও কেন পরীক্ষার্থীরা খোলামেলাভাবে নকল করছিল সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।