Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির স্কুল ছাত্র আকাশ হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের স্কুল ছাত্র আকাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২জন আসামীকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ১৫ই মে দিবাগত ভোর রাতে বহরপুর ইউনিয়নের ডাবরা ব্রীজের কাছ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ পাইককান্দি গ্রামের নূরুল আমিন বিশ্বাসের ছেলে ইমরুল কায়েস অপু বিশ্বাস(২২) এবং একই গ্রামের নওশের আলী বিশ্বাসের ছেলে মুনতাছির ইবনে তপু বিশ্বাস(২৫)। গতকাল ১৬ই মে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই কায়সার হামিদ জানান, মামলার এজাহারনামীয় ১০জন আসামীর মধ্যে ৮জনকে ঘটনার দিন গত সোমবার রাতেই গ্রেফতার করা হয়। এই ২জনকে দিয়ে ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই এজাহারনামীয় সকল আসামীকে গ্রেফতার করা সম্ভব হলো। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করেছে।
উল্লেখ্য, কেরাম খেলা নিয়ে বিরোধের জেরে গত ১৪ই মে বিকালে পাইককান্দি গ্রামের মশিয়াল মোল্লার ছেলে ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আকাশ মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন রাতেই নিহত আকাশ মোল্লার মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।