শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির স্কুল ছাত্র আকাশ হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের স্কুল ছাত্র আকাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২জন আসামীকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ১৫ই মে দিবাগত ভোর রাতে বহরপুর ইউনিয়নের ডাবরা ব্রীজের কাছ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ পাইককান্দি গ্রামের নূরুল আমিন বিশ্বাসের ছেলে ইমরুল কায়েস অপু বিশ্বাস(২২) এবং একই গ্রামের নওশের আলী বিশ্বাসের ছেলে মুনতাছির ইবনে তপু বিশ্বাস(২৫)। গতকাল ১৬ই মে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই কায়সার হামিদ জানান, মামলার এজাহারনামীয় ১০জন আসামীর মধ্যে ৮জনকে ঘটনার দিন গত সোমবার রাতেই গ্রেফতার করা হয়। এই ২জনকে দিয়ে ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই এজাহারনামীয় সকল আসামীকে গ্রেফতার করা সম্ভব হলো। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করেছে।
উল্লেখ্য, কেরাম খেলা নিয়ে বিরোধের জেরে গত ১৪ই মে বিকালে পাইককান্দি গ্রামের মশিয়াল মোল্লার ছেলে ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আকাশ মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন রাতেই নিহত আকাশ মোল্লার মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!