॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ১৬ই মে বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। সচেতন নাগরিক কমিটি(সনাক) এই আয়োজনে সহযোগিতা করে।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলীম।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুজ্জামান, সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির সদস্য জেমস হালদার এবং জেলা পরিষদের সদস্য মোঃ নাজমুল হাসান মিন্টু বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে ১ কোটি ৩১ লক্ষ ১৫হাজার টাকা সম্ভাব্য আয়, ১ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় এবং ২ লক্ষ ২৫ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। বাজেটে কৃষি ও শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।