॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের ৮ম শ্রেণীর ছাত্র আকাশ মোল্লা (১৪)কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত একই পরিবারের ৩জন নারীসহ ৭সদস্যকে গতকাল ১৫ই মে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা তারা হলো ঃ পাইককান্দি গ্রামের নুরুল আমিন বিশ্বাসের ছেলে মাসুক বিশ্বাস(১৮), স্ত্রী সোহেলী সুলতানা(৪৫), নুরুল আমিনের রুহুল আমিন বিশ্বাসের স্ত্রী পারভীন বেগম(৪৫) এবং দুই ছেলে রাকিবুুল হাসান পারভেজ(৩০) ও রানা বিশ্বাস(২২), রাকিবুুল হাসান পারভেজের স্ত্রী নাজমুন নাহার(১৮) ও নুরুল আমিনের অপর ভাই মেহেদী হাসান বিশ্বাসের ছেলে সামি বিশ্বাস(১৫)। এছাড়া মামলার এজাহারনামীয় ২নং আসামী নুরুল আমিন বিশ্বাস(৫০) পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, কেরাম খেলার নিয়ে বিরোধের জেরে গত ১৪ই মে বিকালে পাইককান্দি গ্রামের মশিয়াল মোল্লার ছেলে ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আকাশ মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন রাতেই নিহত আকাশ মোল্লার মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই কায়সার হামিদ জানান, মামলায় নাম উল্লেখকৃত ১ জন আসামীর মধ্যে ৭জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার ২নম্বর আসামী নুরুল আমিন বিশ্বাস(৫০) পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নুরুল আমিন বিশ্বাসের বড় ছেলে ইমরুল কায়েস অপু(২২) ও নওশের আলী বিশ্বাসের ছেলে মুনতাছির ইবনে তপু(২৫) পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে নিহত আকাশ মোল্লার স্কুল বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে গতকাল ১৫ই মে কালো ব্যাজ ধারণ, ১মিনিট নীরবতা পালন, শোক র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোক র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নীচে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সহকারী গ্রন্থাগারিক মোহাম্মাদ সোহেল মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি খোন্দকার মশিউল আজম চুন্নু ও মাসুদ মোল্লা, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক শামসুল আলম মন্টু ও ৯ম শ্রেণীর ছাত্র রক্তিম দে প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নিহত আকাশ মোল্লার আত্মার শান্তি কামনা, শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধ বেলা স্কুল বন্ধ ঘোষণা করেন।