॥আসহাবুল ইয়ামনি রয়েন॥ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র সংবর্ধনা ও জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৬ প্রদান অনুষ্ঠান গতকাল ১৪ই মে সন্ধ্যা ৭টায় একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা এবং অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, সম্মাননা প্রাপ্তদের মধ্যে নাট্যকলায় সম্মাননা প্রাপ্ত এম.দেলোয়ার হোসেন ও সৃজনশীল সংস্কৃতি গবেষক প্রফেসর শংকর কুমার সিনহা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
এ সময় সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা শিল্পকলা একামেডীর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, আজকে যারা জেলা শিল্পকলা একাডেমী থেকে ২০১৬ সালের সম্মাননা পেলেন তারা সকলেই স্ব-স্ব ক্ষেত্রে গুণীজন। রাজবাড়ী জেলায় সংস্কৃতির বিকাশে তাদের সকলেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের এই সম্মাননা প্রদান ও আমাকে সংবর্ধিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে ও রাজবাড়ীর জনগণের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও সম্মাননা প্রদানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি বলেন, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষকদের সম্মানী ভাতা অত্যন্ত কম হওয়ার কারণে তাদের দাবীর প্রেক্ষিতে বর্তমানে ভাতা ১২শত টাকা থেকে বাড়িয়ে ২৪শত টাকা করা হয়েছে। ভবিষ্যতে শিল্পকলার বাজেটও যাতে আরও বাড়ানো যায় সেই লক্ষ্যে আমি চেষ্টা করব। রাজবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান করার মত ভালো অডিটোরিয়াম নাই। আমি আপনাদের আশ্বস্ত করছি বর্তমান সরকারের নির্বাচনী মেয়াদকালের মধ্যেই রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র আজাদী ময়দানে পর্যাপ্ত ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক অডিটোরিয়াম করা হবে। আমার পিতা মরহুম কাজী হেদায়েত হোসেনের মানুষের প্রতি ও দলের প্রতি ভালোবাসার কারণে তার মৃত্যুর পর আওয়ামী লীগ থেকে আমি এমপি হয়েছি। আমি সবসময় চেষ্টা করি আমার আচার-ব্যবহার ও ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করতে।
তিনি আরো বলেন, মহান আল্লাহ্র অশেষ রহমতের আমি চার বার এমপি হয়েছি। আশা করি ভবিষ্যতেও আমি রাজবাড়ীর মানুষের কল্যাণে আরও অনেক উন্নয়নমূলক কাজ করতে পারব।
তিনি তার বক্তব্যে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও সঠিক নেতৃত্বের কারণে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পাঠানোর মাধ্যমে মহাকাশকে জয় করেছি। বাংলাদেশের এই মহাকাশ জয় করার জন্য রাজবাড়ীবাসীর পক্ষ থেকে আমি বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান ও তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দেশের বর্তমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, চার মাস পরে হলেও আজকে আমরা জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করছি। অথচ আমাদের উচিত ছিল একজন সংষ্কৃতিমনা মানুষ হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রীকে অনেক আগেই সম্মান জানানো। জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে অতীতে ২বার শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। গত ২দিন আগে আমরা ২বার চেষ্টার পর যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হয়েছি। দেশের সকল মানুষ যাতে দেশের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে প্রেরণের বিষয়টি জানতে পারে সে জন্য জমকালো আতশবাজি উৎসব ও ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে আগামীকাল ১৫ই মে সন্ধ্যা সোয়া ৭টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজি উৎসব পালন করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উৎসবে জেলাবাসী সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, আলোচনার পূর্বে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে প্রথমে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপিকে সংবর্ধনা জানানো হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৬ প্রাপ্তদের জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। নাট্য ব্যক্তিত্ব হিসেবে মৈত্রী গ্রুপ থিয়েটারের সভাপতি এম. দেলোয়ার হোসেন, সঙ্গীতে দোলন চাঁপা নাট্যাঙ্গনের সভাপতি তপন কুমার দে, যন্ত্র সঙ্গীতে(তবলা) বিমল কুমার রায়, নৃত্যে রেজাউল করিম লালন ও সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে প্রফেসর শংকর চন্দ্র সিনহাকে পদক, সনদপত্র, স্যুভেনিয়র ও সম্মাননার অর্থ প্রদান করা হয়। সবশেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।