বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় অবঃ সেনা সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর দাফন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের নারায়নপুর গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মন্ডল(৬৫) আর নেই। গত ৮ই মে রাত সাড়ে ৮টায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ২কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
গতকাল বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এরআগে সকাল ১০টায় উপজেলার যশাই ইউপির উদয়পুর গ্রামের পৈত্রিক বাড়ীতে মরহুমের প্রথম নামাজে জানাযা এবং দুপুর দুইটায় পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় বারেরমত নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজের আগে পুলিশের একটি দল এবং জানাজার নামাজের পর সেনাবহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের একটি দল মরহুমের কফিনকে সামনে রেখে মরণোত্তর গার্ড অব অনার প্রদান করে।
সেনাবাহিনীর দল মরণোত্তর গার্ড অব অনার প্রদানের সময় জাতীয় পতাকা দিয়ে কফিন আচ্ছাদন, পুষ্পার্ঘ অর্পণ ও ৪৮রাউন্ড ফায়ার দিয়ে সম্মান প্রদর্শন করে। সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
জানাযার নামাজের আগে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার তোফায়েল আহমেদ, পাংশা থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন মোমেন, পাংশা পৌরসভার সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল, কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন মন্ডল, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে ইমামতি করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ নূরনবী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!