॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৮ই মে বিকালে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এ উপলক্ষে বাধুলী খালকুলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার।
স্বাগত বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জামালপুর কলেজের প্রভাষক ইমদাদুল হক শামীম।
বক্তব্যের শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এর মাধ্যমে জামালপুর ইউনিয়নের ৪টি গ্রামের ২২৫টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল।