॥তনু সিকদার সবুজ॥ গত ৭ই মে রাতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ও বহরপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ইয়াবাসহ ৩জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে সেলিম মোল্লা(৪৬), একই ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস(২৫) এবং বহরপুর ইউনিয়নের চরবহরপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে সোহাগ শেখ (২৮)।
তাদের মধ্যে বালিয়াকান্দি থানার পুলিশ জামালপুর বাজার থেকে রুবেল বিশ্বাসকে ১৭পিস ইয়াবাসহ ও চরবহরপুর গ্রামের নিজ বাড়ী থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সোহাগ শেখকে গ্রেফতার করে।
অপরদিকে র্যাব-ফরিদপুর ক্যাম্পের একটি দল ছাবনীপাড়া গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ সেলিম মোল্লাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় সোপর্দ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৮ই মে তাদেরকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়।