॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৭ই মে বিকালে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং সমবেত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্যা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার, সহ-সভাপতি নিরুপম চৌধুরী, সাধারণ সম্পাদক পিযুষ কুমার কর, যুগ্ম-সাধারণ সম্পাদক সনজিৎ কুমার ভট্ট, চন্দ্রনাথ কুন্ডু চন্দন ও সনাতন কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার ও সাধারণ সম্পাদক পিযুষ কুমার কর জানান, প্রতি বছরের ন্যায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান গত ৬ই মে থেকে শুরু হয়েছে। আগামী ১০ই মে অষ্টকালীন লীলা কীর্তনের শেষে ১১ই মে মহাভোগের মধ্য দিয়ে এই মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত নাম সুধা উপভোগ ও প্রসাদ গ্রহণ করছেন। নাম সুধা পরিবেশন করছেন মানিকগঞ্জ জেলার শান্তি নিকেতন সম্প্রদায়, খুলনা জেলার গৌর সুন্দর সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার দিপুশ্রী সম্প্রদায়, খুলনা জেলার শিশু কৃষ্ণ সম্প্রদায়, বরিশাল জেলার আদি পাগল সম্প্রদায় ও রাজবাড়ী জেলার অদ্বৈত সম্প্রদায়। অষ্টকালীন লীলা কির্তন পরিবেশন করবেন নাটোর জেলার অধ্যাপক মিহির কান্তি ঘোষ, বগুড়া জেলার পুষ্প রাণী দাস ও ফরিদপুর জেলার তন্ময় দাস।