॥শিহাবুর রহমান॥ পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হলো রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া, আড়পাড়া, গুপ্তমানিক ও কাটাজানি গ্রাম।
১ কোটি ৭লক্ষ ৮২হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন এ লাইনে বৈদ্যুতিক সুবিধা পাবে ৩০১জন গ্রাহক। গতকাল ৭ই মে বিকেলে মুকুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি সুইচ টিপে এ ৪টি গ্রামের নতুন সংযোগ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডঃ মোঃ শফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মিলন, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা ও পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। তার প্রমাণ পাঁচুরিয়া ইউনিয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন দেশে বিদ্যুৎ ছিল ৩২শত মেগাওয়াট। আর এখন ১৬হাজার মেগাওয়াট। এই সাড়ে ৯বছর আওয়ামীলীগ সরকার এই বিদ্যুৎ উৎপাদন করেছেন। এছাড়াও যে পরিমান বিদ্যুৎ উপ-কেন্দ্র নির্মাণ হচ্ছে তা সম্পন্ন হলে দেশে বিদ্যুৎ উৎপাদন হবে ৩০হাজার মেগাওয়াট। বর্তমান সরকার জনবান্ধন ও জনগণের সরকার বলেই এটা সম্ভব হচ্ছে।
পরে একই অনুষ্ঠানে খোলাবাড়ীয়া-টু মুকুন্দিয়া পাকা রাস্তা ভায়া সিরাজ ডাক্তারের বাড়ী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।