॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) একটি দল গতকাল ২রা মে দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর খেয়া ঘাট থেকে ২টি ওয়ান শুটারগান ও ২রাউন্ড গুলিসহ মিরা মন্ডল(৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে।
রাজবাড়ী ডিবি ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি-বিপিএম সেবা’র নির্দেশে গতকাল ২রা মে বেলা ১টার দিকে নারুয়ার সোনাকান্দর খেয়াঘাটে মিরা মন্ডলের কাছে থাকা পেঁয়াজের বস্তা তল্লাশী করে উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মিরা মন্ডল এই অস্ত্র ও গুলি বিক্রির জন্য মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর খেয়াঘাট দিয়ে নারুয়ার সোনাকান্দর খেয়া ঘাট হয়ে বালিয়াকান্দিতে নিয়ে আসছিল। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।