॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর জেলার নগরকান্দায় এক গৃহবধুকে ধর্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় কামাল উদ্দিন খান(৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ২৭শে এপ্রিল বেলা ৩টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল নগরকান্দা বাজার এলাকার নিজ বাড়ী তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ধর্ষণের দৃশ্য ধারণ করার কাজে ব্যবহৃত সিসি টিভি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত কামাল উদ্দিন খান নগরকান্দা বাজার এলাকার জুঙ্গরদী গ্রামের মৃত বাকা উদ্দিন খানের ছেলে।
র্যাব জানায়, লম্পট কামাল উদ্দিন খান তার বাড়ীর পাশর্^বর্তী ওই গৃহবধুকে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে এবং উক্ত ধর্ষণের দৃশ্য ঘরের মধ্যে সুকৌশলে স্থাপিত গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করে। পরবর্তীতে সে ধারণকৃত ভিডিও এবং স্থিরচিত্রসমূহ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধু লোকলজ্জার ভয়ে আত্মগোপন করে এবং আত্মহত্যার চেষ্টা করে।
এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্মরণাপন্ন হলে তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গ্রেফতারকৃত কামাল উদ্দিন খানের বিরুদ্ধে নগরকান্দা থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
নগরকান্দায় ধর্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ায় ১জন গ্রেফতার
