বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ ২৪ ঘন্টায় ৩৪জন হাসপাতালে

  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীতে গত কয়েকদিনে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশু ও নারীসহ বিভিন্ন বয়সী রোগী ভর্তি হয়েছে ৩৪জন। এ নিয়ে সদর হাসপাতালে মোট ৪৮জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য ১৩টি সীট থাকলেও অধিক রোগীর চাপে তারা হিমশিম খাচ্ছেন। ফলে আক্রান্ত রোগীদের চাপে ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আবহাওয়া জনিত কারণে এই সমস্যা উল্লেখ করে তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও পুষ্টিকর খাবারের পরামর্শ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে রোগীর স্বজনরা জানান, হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে বাড়ীতে খাওয়ার স্যালাইন ও ওষুধে কোন উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া আক্রান্ত রোগী সোবহান বিশ্বাস(৩২) বলেন, গত রবিবার(২২শে এপ্রিল) সন্ধ্যায় পাতলা পায়খানা শুরু হলে স্যালাইনসহ স্থানীয় ডাক্তারের পরামর্শে ওষুধ খেয়েও কোন পরিবর্তন না হলে গত সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হই। এখন অবস্থা একটু উন্নতির দিকে।
রোগীদের অভিযোগ, সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকার কারণে অনেককে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আলী আহসান তুহিন জানান, এ রোগে আতংকিত হওয়ার কিছু নেই। তিনি প্রচুর পানি পানের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, আমরা সাধারণত খাওয়ার পরে হাত ধুই। যার কারণে বেশীর ভাগ মানুষ এ রোগে আক্রান্ত হয়। এ জন্য সবাইকে অবশ্যই খাওয়ার পূর্বে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে হাত ধুতে হবে। রৌদ্রের মধ্যে কোন কাজে যাবার সময় ছাতা ব্যবহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!