সংগঠন বিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুণœ হওয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৩মাসের জন্য ২সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল ২৪শে এপ্রিল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে আগামী ৩মাসের জন্য মোঃ আনিছুর রহমান মোল্যাকে আহ্বায়ক ও মোঃ চঞ্চলকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হলো। তাদেরকে ৩মাসের মধ্যে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি করে জেলা স্বেচ্ছাসেবক লীগ বরাবর প্রেরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হলো।