॥স্টাফ রিপোর্টার॥ পিকেএসএফের সহযোগিতায় রাজবাড়ীর এনজিও কেকেএসের আয়োজনে গতকাল ২৩শে এপ্রিল বিকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পুনর্বাসনের জন্য ৬জন ভিক্ষুককে ৬লক্ষ টাকার চেক প্রদান, দরিদ্রদের মধ্যে ২০০ সেট ল্যাট্টিন বিতরণ উদ্বোধন ও সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন বিশ^াস, দৌলতদিয়ার মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজেদ শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত উল্লাহ, মুক্তিযোদ্ধা এবং কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।
সভায় সভাপতিত্ব করেন কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন।
এ সময় কেকেএসের প্রধান সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচীর দৌলতদিয়া ইউনিয়ন সমন্বয়কারী মোঃ শামসুল হক এবং খানখানাপুর ইউনিয়নের সমন্বয়কারী মোঃ মোজাফ্ফর হোসেনসহ কেকেএসের উপদেষ্টা সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে কেকেএসের কর্মীদের ১দিনের বেতনের সমপরিমাণ ৫০ হাজার টাকার একটি চেক জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট হস্তান্তর করা হয়। এরপর জেলা প্রশাসক দরিদ্রদের মধ্যে ২০০ সেট স্যানেটারী ল্যাট্টিন বিতরণের উদ্বোধন করেন। সবশেষে হীড বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনায় কেকেএসের সমৃদ্ধি কর্মসূচীর উপর পটগান অনুষ্ঠিত করা হয়।