॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্যার পাড়ার বাসিন্দা ফিরোজা বেগম জ্যোতির বাড়িতে গত ২০শে এপ্রিল দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত চোরের দল ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এছাড় ও চোরেরা ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করে আলমারীর তালা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র তছনছ করে গেছে। ফিরোজা বেগম জ্যোতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের পরিকল্পনা সহকারী ও মালয়েশিয়া প্রবাসী জহির আহম্মেদ শাহাজাদার স্ত্রী। স্বামী বিদেশে থাকায় তিনি ও তার বড় মেয়ে বাড়িতে থাকেন।
ফিরোজা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। পরবর্তীতে গত ১৩ই এপ্রিল ফের মালয়েশিয়া চলে যান। বিমানবন্দরে পৌছে দিয়ে ঢাকায় তার মেয়ের বাসায় চিকিৎসার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন। গতকাল শনিবার পাশের বাড়ি তার ভাইয়ের মেয়ে বাড়িতে প্রবেশ করে বারান্দার গ্রীলের তালা ভাঙ্গা দেখতে পেয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে। পরে খোঁজ নিয়ে দেখতে পান বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে বাথরুম দিয়ে ঘরে প্রবেশ করে। সেখান থেকে ঘরের সিলিং না থাকায় প্রতিটি কক্ষে প্রবেশ করে ষ্টীলের আলমারী ও ওয়ার ড্রপের তালা ভেঙ্গে তছনছ করে। চোরদের ধারণা দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে অনেক টাকা ও স্বর্ণালংকার নিয়ে ফিরেছেন। এমন ধারনা থেকে গত ২০শে এপ্রিল দিনগত রাতের কোন সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির পিছনের দেয়াল টপকে প্রবেশ করে। এছাড়া এক কক্ষ থেকে আরেক কক্ষে প্রবেশ করার হাত ও পায়ের স্পষ্ট ছাপ দেয়ালে ফুটে উঠেছে। পরে খোঁজ নিয়ে দেখতে পান আলমারীতে রাখা প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি সনি কোম্পানীর ডিজিটাল ক্যামেরা ও কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে। তাতে অন্তত দুই লক্ষাধিক টাকার সম্পদ খোয়া গেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, এ ধরনের কোন খবর জানানেই। তবে যদি হয়ে থাকে তাহলে মাদকসেবীরা করে থাকতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।