॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২০শে এপ্রিল দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুল মালেকের ছেলে ইমামুল ইসলাম(২০), একই গ্রামের আহাম্মদ মোল্লার ছেলে হাসিবুল ইসলাম(২১) এবং মরাবিলা গ্রামের পান্নু ফকিরের ছেলে শাহিদুল ইসলাম(১৯)। তারা ৩জনই নারুয়া মনসুর আলী কলেজের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। আটকের সময় তাদের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৯টি সিম উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা প্রতারনার উদ্দেশ্যে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার প্রলোভন দেখিয়ে অনলাইন ভিত্তিক একাধিক ওয়েব পেজ চালু করে। ইতিমধ্যে তারা এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলকভাবে নিজেদের বিকাশ একাউন্টে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল নারুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত প্রতারনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর পূর্বক র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।