॥গোয়ালন্দ প্রতিনিধি॥ ফেরী স্বল্পতার কারণে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। দুই দিনে চারটি ফেরী বিকল থাকায় গাড়ি পারাপার মারাত্মক ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত তিনটি ফেরী বিকল ছিল। উভয় ঘাটে তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরী হয়েছে।
অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা(বিআইডব্লিউটিসি) দৌলতিদয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুট দিয়ে যানবাহন পারাপারের জন্য ১৮ থেকে ১৯টি ফেরী সর্বদা চালু থাকা দরকার। দীর্ঘদিন ধরে তিনটি বড় ফেরী নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পুর্নবাসনে থাকায় বর্তমানে চালু রয়েছে ছোট-বড় ১৬টি ফেরী। এরমধ্যে রো-রো(বড়) ফেরী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যান্ত্রিক ক্রটিতে প্রায় দেড় মাস ধরে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। বাকি ১৫টির মধ্যে প্রায় এক-দুটি ফেরী যান্ত্রিক ক্রটিতে বিকল থাকছে। রো-রো ফেরী শাহ আলী’র মাত্র একটি ইঞ্জিন থাকলেও গতকাল সোমবার সকালে বিকল হওয়ায় মধুমতিতে রাখা হয়েছে। এরআগে গত রবিবার সকাল থেকে যান্ত্রিক ক্রটিতে বিকল হয়ে আছে ইউটিলিটি ফেরী রজনীগন্ধা।
এছাড়া গত শুক্রবার বিকেল থেকে ইঞ্জিন ক্রটিতে রো-রো ফেরী শাহ জালাল মধুমতিতে ছিল। গতকাল সোমবার সকালে শাহ জালাল নৌপথে যুক্ত হয়।
গতকাল সোমবার দুপুরে দেখা যায় দৌলতদিয়া ঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার লম্বা পণ্যবাহি গাড়ির সাথে যাত্রীবাহি গাড়ি পড়ে আছে। তবে ফেরী ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের তিন কিলোমিটার ছাড়িয়ে এক সারিতে বিভিন্ন ধরনের পণ্যবাহি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরমধ্যে অধিকাংশ পণ্যবাহি গাড়ি দুই-তিন লাইন ধরে ফেরীতে ওঠার অপেক্ষা করছে। জরুরী পচনশীল ও যাত্রীবাহি পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ায় সাধারণ পণ্যবাহি গাড়ি এভাবেই আটকে রয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে আটকে থাকা সকলেই।
ঈগল পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক ভরত মন্ডল বলেন, রাতের কোচ সকাল ৭টার দিকে পার হয়েছে। দুপুরের দিকে তাদের কোম্পানীর অন্তত ৪টি যাত্রীবাহি বাস আটকে রয়েছে। এসব গাড়ি ৪/৫ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এত স্বল্প সংখ্যক ফেরী দিয়ে গাড়ি পার করতে গেলে এভাবেই ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে গাড়ি পারাপার ব্যাহত হয়েছিল। বর্তমানে ফেরী স্বল্পতার কারণে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি।