॥স্টাফ রিপোর্টার॥ সচিব পদে পদোন্নতি পেয়ে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(সচিব) পদে যোগদান করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী।
আজ ১৫ই এপ্রিল-২০১৮ তারিখ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার ২৪১ নম্বর প্রজ্ঞাপনে ঢাকার বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) এম.বজলুল করিম চৌধুরীকে পদোন্নতি প্রদান পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(সচিব) পদে নিয়োগ প্রদান করা হয়। সরকারী এ আদেশ প্রাপ্তির পর গতকালই তিনি নতুন কর্মস্থল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন।
অপরদিকে ঢাকার বিভাগীয় কমিশনার পদে আজ ১৫ই এপ্রিল যোগদান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) কে.এম আলী আজম। গত ১১ই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পূর্বক বদলী করে।
আজ ১৬ই এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাবেক বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরীর বিদায় এবং নবনিযুক্ত বিভাগীয় কমিশনার কে.এম আলী আজমের সংবর্ধনা প্রদান করা হবে। উক্ত সংবর্ধনায় ঢাকা বিভাগের জেলা প্রশাসকগণ যোগদান করবেন বলে জানাগেছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার কৃতি সন্তান শহরের ধুঞ্চি গ্রামের মরহুম রেজাউল করিম চৌধুরীর পুত্র বিসিএস(প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত সচিব এম.বজলুল করিম চৌধুরী ২০১৭ সালের গত ২৪শে আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি রাজবাড়ী প্রেসক্লাবের ‘সম্মানিত আজীবন সদস্য’।
সচিব পদে পদোন্নতি পাওয়ায় এম.বজলুল করিম চৌধুরীকে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন তাকে অভিনন্দন জানিয়েছেন।