॥স্টাফ রিপোর্টার॥ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার প্রথম দিনে গতকাল ১৩ই এপ্রিল(৩০শে চৈত্র) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন ও চৈত্র সংক্রান্তির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানো হয়।
আনুষ্ঠানিকভাবে বৈশাখী মেলার উদ্বোধনের পর পুরাতন বছরকে বিদায় জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
তিনি বলেন, পুরাতন বছরের সকল ব্যর্থতা ও গ্লানি ভুলে আমাদেরকে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। যাতে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ রেখে যেতে পারি। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সকলকে কাজ করে যেতে হবে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের বক্তব্যের শেষে জেলা শিল্পকলা একাডেমী ও লালন বাউল সঙ্গীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানোসহ অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় শিশুদের সুন্দর হাতের লেখা ও আলপনা আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) সূর্যোদয়ের জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৮টায় মুড়ি-মুড়কি দিয়ে অতিথিদের আপ্যায়ন, ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ১০টায় সাপ খেলা, ১১টায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, দুপুর দেড়টায় হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন এবং দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।