॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর কোর্ট মালখানায় রক্ষিত বিচারকার্য নিস্পত্তি হওয়া বেশকিছু মামলার জব্দকৃত আলামত বিপুল পরিমানের মাদকদ্রব্য আদালতের আদেশে ধ্বংস করা হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল বিকেলে পুরাতন আদালত চত্বর সংলগ্ন পুরাতন জেলখানার সামনে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল ৪৭৪৪ বোতল, গাঁজা ৪৯ কেজি, দেশীয় চোলাই মদ ১১২৯লিটার, বিয়ার ১৭৫ ক্যান ও কেরু মদ ১৬ বোতল। সেই সাথে ১৩৩৪ কেজি নিষিদ্ধ পলিথিনও পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরহাদ মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল, কোর্ট ইন্সপেক্টর গোলাম রব্বানী, সদর কোর্ট মালখানার সিএসআই মোঃ বেলাল হোসেন, সদ্য অবসরপ্রাপ্ত সদর কোর্ট মালখানার সিএসআই মোঃ মহিবুর রহমান ও কোর্টের নাজির মাহমুদুল হাসান তমাল উপস্থিত ছিলেন।