বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষা প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১২ই এপ্রিল সন্ধ্যায় কেনটন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম.এ হান্নান ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, খেলাধুলার মধ্যে রাজনীতি থাকা ঠিক না। ক্রীড়া সংস্থার কমিটি নিয়েও কোন রাজনীতি করা ঠিক না। খেলাধুলার মধ্যেই কমিটির কার্যক্রম থাকবে। জেলায় যদি খেলাধুলা বেশী হয় তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। শীলকালীন খেলাধুলা, গ্রীস্মকালীন খেলাধুলা ও যুব গেমসের মাধ্যমে যুব সমাজকে গড়ে তুলতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। রাজবাড়ীর সুইমিং পুলটির সংস্কার করা হবে। ইনডোর স্টেডিয়াম করা হবে। স্টেডিয়ামের অসমাপ্ত কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে। দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নাই। বিশ্বের যে সমস্ত দেশ এগিয়েছে তা কারিগরি শিক্ষার মাধ্যমেই। বিশ্বের উন্নত দেশে ৭০% লোক কারিগরি শিক্ষায় শিক্ষিত, যা বাংলাদেশে মাত্র ৭%। এজন্য দেশকে এগিয়ে নিতে সকলকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সাথে কারিগরি শিক্ষার মানও বাড়াতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারলেই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, একটু দেরীতে হলেও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকে শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়কে সংবর্ধনা দেয়া সম্ভব হয়েছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি মাদককে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন এবং খেলাধুলার মাধ্যমেই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি খেলাধুলার উন্নয়নের জন্য সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতা কামনা করেন এবং তার সহযোগিতা নিয়ে সুইমিং পুলটির সংস্কারসহ ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!