॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নির্ধারিত মূল্যে সিলেবাস পুস্তিকা তুলে দেওয়া হচ্ছে। এমনকি প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝেও নির্ধারিত মূল্যে সিলেবাস-২০১৮ বিক্রি করা হচ্ছে।
সরকারী নিয়ম নীতি না থাকলেও পাংশা উপজেলা শিক্ষা অফিসার তার সহকারী শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে স্থানীয় প্রেসে “পাংশা উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সিলেবাস-২০১৮” প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় ২১ হাজার সিলেবাস পুস্তিকা ছাপিয়েছেন। যা শিক্ষকদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে নির্ধারিত মূল্যে তুলে দেওয়া হচ্ছে।
সিলেবাস পুস্তিকায় প্রচ্ছদ পৃষ্ঠার শুরুতেই “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” প্রতিপাদ্য ব্যবহার করা হয়েছে। ১২ থেকে ১৬ পৃষ্ঠার এসব সিলেবাস পুস্তিকার কোথাও মূল্য তালিকা লেখা নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শিক্ষকদের নিকট থেকে প্রতিটি সিলেবাস পুস্তিকার মূল্য ৫টাকা হারে আদায় করা হচ্ছে। খবর নিয়ে জানাগেছে, প্রেসে সিলেবাস বই ছাপানোর দেখভাল করছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জলী রানী।
এ ব্যাপারে গতকাল সোমবার পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতামতের ভিত্তিতে সিলেবাস পুস্তিকা তৈরী ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিক্রি করা হচ্ছে। সিলেবাস পুস্তিকা তৈরী অবৈধ কি না জানতে চাইলে এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।