॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে পরিদর্শক পদে কর্মরত ৮জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গত ১লা এপ্রিল রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা’র স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।
রদবদলকৃত পরিদর্শকদের মধ্যে রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ কামাল হোসেন ভূঁইয়াকে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পরিদর্শক, সদর সার্কেল অফিসের পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম ভূঞাকে বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত), বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ জিয়ারুল ইসলামকে ডিবি’র পরিদর্শক, পাংশা সার্কেল অফিসের পরিদর্শক(ক্রাইম) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে সদর থানার পরিদর্শক(তদন্ত), পুলিশ লাইন ওয়্যারের পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আক্তার হোসেন মিনাকে সদর সার্কেলের পরিদর্শক(ক্রাইম), গত ২২শে মার্চ জেলা পুলিশে যোগদানকৃত পরিদর্শক(নিরস্ত্র) মোঃ শাখাওয়াত হোসেনকে পাংশা সার্কেল অফিসের পরিদর্শক(ক্রাইম), রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের শহর ও যানবাহন শাখার পরিদর্শক (প্রশাসন ও অর্থ) সৈয়দ নাজমুল হুদাকে ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক এবং ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক এস.এম আসাদুজ্জামানকে পুলিশ সুপারের কার্যালয়ের শহর ও যানবাহন পরিদর্শক (প্রশাসন ও অর্থ) পদে বদলী করা হয়েছে।
রাজবাড়ী ডিবিতে বদলীকৃত পরিদর্শক(ইন্সপেক্টর) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পুলিশের যে বিভাগের মধ্যেই কাজের সুযোগ হোক না কেন সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাবো। তিনি আরো বলেন, এখানো ডিবিতে যোগদান করি নাই। /১ দিনের মধ্যেই যোগদান করবো।
রদবদলের এ আদেশ সম্পর্কে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বলেন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে বদলী করা হয়েছে।