রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে দুই দিনের পরিবার পরিকল্পনা মেলা শুরু

  • আপডেট সময় সোমবার, ২ এপ্রিল, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা।
গতকাল ১লা এপ্রিল বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। যেখানে প্রথম এবং প্রধান সমস্যাই হচ্ছে জনসংখ্যা সমস্যা। পরিবার পরিকল্পনার মাধ্যমে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে না পারলে এ দেশ বসবাসের অনুপযোগী হয়ে যেত। জনসংখ্যা রোধের পাশাপাশি মাতৃ মৃত্যুর হার কমিয়ে বর্তমান সরকার প্রধান বিশ্ববাসীর প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের অবদান স্বীকার করে বলেন, আপনাদের শুধু পরিবার-পরিকল্পনার দিকে মনোযোগী হলে হবে না। জাতি গঠনেও আপনাদের ভূমিকা রাখতে হবে। বর্তমান নারী বান্ধব সরকার সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সরকার মাতৃত্বকালীন ছুটি প্রদান করেও দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের আজ রোল মডেলে পরিণত হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ জন্য জনসংখ্যার বৃদ্ধি রোধ করা আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের কাজে অসন্তোষ প্রকাশ করে বলেন, সরকার আপনাদের বেতন বৃদ্ধি করেছে। কাজেই সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। মেলায় পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ ছাড়া অন্যান্য অন্যান্য বিভাগ ও জনগোষ্ঠীর কম সম্পৃক্ততা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সেবাদানের ক্ষেত্রে কোন অবহেলা সহ্য করা হবে না।
দুই দিনব্যাপী এই পরিবার পরিকল্পনা মেলায় জেলা ও উপজেলা পর্যায়ের মোট ২টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন ধরনের সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে। বিতর্ক-চিত্রাংকন প্রতিযোগিতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ২রা এপ্রিল এই মেলা সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!