॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা গতকাল ২৮শে মার্চ সকালে জেলার বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন।
তিনি বালিয়াকান্দি থানায় এসে পৌঁছালে প্রথমে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জের কক্ষে বসে থানার মামলা ও জিডির রেজিস্ট্রারসহ বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে থানা পুলিশকে দিক-নির্দেশনা দেন এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এ সময় থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, পরিদর্শক(তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম, এস.আই অংকুর ভট্টাচার্য এবং এস.আই কায়সার হামিদসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার
![](https://dailymatrikantha.com/wp-content/uploads/2018/03/RAJBARI-PIC-3-29-3-2018.jpg)