বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দি থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা গতকাল ২৮শে মার্চ সকালে জেলার বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন।
তিনি বালিয়াকান্দি থানায় এসে পৌঁছালে প্রথমে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জের কক্ষে বসে থানার মামলা ও জিডির রেজিস্ট্রারসহ বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে থানা পুলিশকে দিক-নির্দেশনা দেন এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এ সময় থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, পরিদর্শক(তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম, এস.আই অংকুর ভট্টাচার্য এবং এস.আই কায়সার হামিদসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!