॥রাকিবুল ইসলাম॥ বিএনপির অফিস ভাংচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল ২৭শে মার্চ বিকাল ৫টায় উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে তাদের অফিসে ভাংচুরের মিথ্যা অপবাদ দিচ্ছে। দুঃখের বিষয়, ওই দিন তারা(বিএনপির) নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজেদের অফিস ভাংচুর করে-যা এলাকাবাসী ও প্রশাসনের নজরে আছে। এরআগে গত ১৬ই ডিসেম্বর জেলা বিএনরি সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ ও সহ-সভাপতি এডঃ আঃ রাজ্জাক খানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। তারই বহিঃপ্রকাশ হিসেবে হারুণ গ্রুপের কতিপয় নেতাকর্মী রাজ্জাক গ্রুপের ব্যক্তিগত অফিস ভাংচুর করে বলে জানা গেছে। বর্তমানে তারা ষড়যন্ত্র করে এর দায়ভার আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে। বিএনপির উভয় গ্রুপের কিছু নেতাকর্মী অস্ত্রধারী ও সন্ত্রাসী-চরমপন্থীদের সম্পর্কিত হয়ে গুপ্তহত্যার মতো কার্যক্রমে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা বর্তমান সরকার ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উন্নয়ন বাঁধাগ্রস্ত ও মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টির জন্য এই ঘৃন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিএনপি অফিস ভাংচুরের ঘটনার দায়ভার আওয়ামী লীগের উপর চাপানোর অপষ্টোর জন্য কালুখালীর ২জনসহ কয়েক সাংবাদিকের ভূমিকা নিয়ে নিন্দা জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, সদস্য জামির হোসেন জয়, হাফিজুর রহমান লাল্টু, এস.এম মইনুল ইসলাম হিমেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, সাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, মাজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।