শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী প্রেসক্লাবে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৪ মার্চ, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ প্রয়াত প্রবীণ সাংবাদিক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ সিরাজুল আলম ভুঁইয়ার স্মরণে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে গতকাল ২৩শে মার্চ বিকাল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা-দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের পরিচালনায় শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক, জেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা বারের সম্পাদক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ। বক্তাগণ প্রয়াত সাংবাদিক সিরাজুল আলম ভুঁইয়ার রাজবাড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন ভূমিকাসহ তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

 বক্তব্যের শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে মরহুমের সহধর্মিনী মোছাঃ শাহিদা ভূঁইয়ার হাতে রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
শোক সভা ও মিলাদ মাহফিলে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, স্থানীয় সুধীজন ও মরহুমের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!