॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ সভা গত ১৪ই মার্চ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,পিপিএম-এর সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত অফিসার এবং রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ ৩জন চৌকিদারকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গত ফেব্রুয়ারী মাসের ক্লু-লেস মামলা উৎঘাটনের জন্য ৬জন পুলিশ অফিসার পান বিশেষ সম্মাননা।
শ্রেষ্ঠ চৌকিদারদের মধ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের চৌকিদার মোঃ শহিদুল ইসলাম।
উক্ত সভা শেষে ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,পিপিএম আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র চৌকিদার মোঃ শহিদুল ইসলামের হাতে তুলে দেন।
এ সময় রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা এবং ঢাকা রেঞ্জের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চৌকিদার মোঃ শহিদুল ইসলাম বালিয়াকান্দি ইউনিয়নে মাদকদ্রব্য উদ্ধার, জুয়া খেলা বন্ধ করাসহ আইন-শৃংঙ্খলার উন্নয়নে বিভিন্ন কাজে অবদান রাখায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ চৌকিদার হিসেবে তাকে নির্বাচিত করা হয়। তিনি বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের আফছার সেখের পুত্র।
উল্লেখ্য, এই প্রথম রাজবাড়ী জেলার কোন চৌকিদার পুলিশের ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেল।