॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির সমশপুর পূর্বপাড়া গ্রামের মোতাহার শেখ ও পারভেল্লাবাড়ীয়া গ্রামের আয়েন উদ্দিনের বাড়ীতে গত ৬ই মার্চ রাতে পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনায় গরু-ছাগলের প্রাণহানীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
গতকাল ৭ই মার্চ দুপুরে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও যশাই ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ীঘর পরিদর্শন করেন।
পৃথক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন এমপি মোঃ জিল্লুল হাকিম।
এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এমপি জিল্লুল হাকিম অগ্নিকান্ড যাতে না ঘটে তার জন্য মহিলাসহ পরিবারের লোকজনকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবাররা যাতে সরকারীভাবে সহযোগিতা পায় সে ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
জানাযায়, গত ৬ই মার্চ রাত ৭টার দিকে পারভেল্লাবাড়ীয়া গ্রামের আয়েন উদ্দিনের বাড়ীতে রান্নাঘরের পাশের ছাইপুড়ি থেকে এবং সমশপুর গ্রামের মোতাহার শেখের বাড়ীতে রাত ১১টার দিকে গরুর গোয়ালের মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও ঘরে রক্ষিত মালামাল-আসবাবপত্র ভস্মিভূত হয়। মোতাহার শেখের দু’টি গরু এবং আয়েন উদ্দিনের দু’টি গরু ও ১টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।