॥মোখলেছুর রহমান॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ৭ই মার্চ দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা খাতুন প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, মৎস্য কর্মকর্তা আঃ সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুল রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, রিসোর্স অফিসার মাইনুল ইসলাম হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আঃ খালেক মাস্টার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী-২ আসন শিক্ষার আসন। এখানে শিক্ষার জন্য ব্যাপক কাজ করা হয়েছে এবং হবে। আমার আসনে আমি চেষ্টা করছি শিক্ষা খাতে শতভাগ কাজ করার জন্য। শিক্ষার জন্য যা যা করণীয় তা আমি অবশ্যই করব। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনাদের অনেক কিছু দিয়েছে। এখন আপনাদের দেওয়ার পালা। শ্রেনি কক্ষে ঠিকমতো পাঠদান করে শিক্ষার গুনগত মান নিশ্চিত করবেন।
বক্তব্যের আগে তিনি উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে তৈরী শিক্ষা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। শিক্ষা মেলায় আসার আগে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কালুখালীর চাঁদপুর বাসস্টান্ডে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।