সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াডের উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

॥রঘুনন্দন সিকদার॥ ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠান গতকাল ৭ই মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোদেজা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মেজবাউস সালেহীন, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তমালিকা বিশ^াস প্রমুখ।
আলোচনা সভার শেষে অতিথিগণ বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এরপর অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
২দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় বালিয়াকান্দি উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি কলেজের শিক্ষার্থীরা তাদের স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত উদ্ভাবনী প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!