॥মাহ্ফুজুর রহমান॥ দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৬দফা দাবীতে গতকাল ৫ই মার্চ দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি মোঃ তারিকুর রহমান তারু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী গাজী, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা, কোষাধ্যক্ষ ফাতেমা জিন্নাহ, সদর উপজেলা শাখার সভাপতি কে.এম কাউছার আহম্মেদ, সাধারণ সম্পাদক ভাস্বতী বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, ইখতেখার ইসলাম, শাওন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।