॥মোখলেছুর রহমান॥ ঢাকা বিভাগীয় কমিশনার ও রাজবাড়ীর কৃতি সন্তান এম.বজলুল করিম চৌধুরী গতকাল ৩রা মার্চ সকালে কালুখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী কালুখালী উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদে নবনির্মিত অফিসার্স ক্লাব ভবন ফিতা কেটে উদ্বোধনের পর উপজেলা পরিষদের পুকুরের ভরাট কাজ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১মাসব্যাপী গাড়ীতে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রমের খোঁজ-খবর নেন।
এ জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনারের সহধর্মিনী মিসেস নাজমুন নাহার লিপি, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, সহকারী কমিশনার(ভূমি) সানজিদ শাহনাজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাঝবাড়ী ইউপির চেয়াম্যান কাজী শরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, উপজেলা রিসোর্স অফিসার মাঈনুল ইসলাম হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা আঃ জব্বার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, আজিজুল ইসলাম শাহ্ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী পাংশা উপজেলা পরিষদ এবং উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন।