শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আফ্রিকার মালিতে আইইডি বিস্ফোরণে ৪জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

আফ্রিকার মালিতে গত ২৮শে ফেব্রুয়ারী স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) দোয়েঞ্জা নামক স্থানে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ(আইইডি) এর ভয়াবহ বিস্ফোরণে ৪জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং আরো ৪জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ঃ ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর(৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইস্ট বেংগল) সৈনিক(পাঁচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইস্ট বেংগল)।
আহতরা হলেন ঃ কর্পোরাল রাসেল, নঁওগা(৩২ ইস্ট বেংগল), সৈনিক আকরাম, রাজবাড়ী(৩২ ইস্ট বেংগল), সৈনিক নিউটন, যশোর(১৭ বীর), সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইস্ট বেংগল)।
উল্লেখ্য, ব্যানব্যাট-৪ এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল) গাঁও হতে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে দোয়েঞ্জা হতে ৩৫ কিঃ মিঃ পূর্বে এই দুর্ঘটনাটি ঘটে। ১৩টি এপিসি ও ২টি এমপিভি এর সমন¡য়ে কনভয় এস্কর্ট এর ৪ নম্বর এপিসিটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে এই বিস্ফোরণ ঘটে। দ্রুততার সাথে হেলিকপ্টারযোগে আহতদেরকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দুর্ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশী শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!