॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেছেন, শুধু ভালো ফলাফল হলেই হবে না-প্রয়োজন মানসম্মত শিক্ষা। কোচিং বাণিজ্য পরিহার করে শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে।
গতকাল ২৮শে ফেব্রুয়ারী সকালে সদর উপজেলার কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, বসন্তপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা হাফিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল মান্নান, কোলা বাজারের ব্যবসায়ী রবীন্দ্র নাথ কর্মকার প্রমুখ।
বক্তব্যের শেষে প্রধান অতিথি কর্তৃক জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আজ ১লা মার্চ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ২দিনব্যাপী প্রতিযোগিতার সমাপ্ত হবে।