॥পাংশা প্রতিনিধি॥ বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাংশার অতীত ঐতিহ্য রয়েছে। পাংশার গর্ব যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য সমবেতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যার যার অবস্থান থেকে পাংশাকে তুলে ধরতে হবে। সংগীত আসরের ছোট ছোট শিল্পীরা, সংগীত আসরের এসব কুঁড়ি একদিন পাপড়ী হয়ে সুগন্ধ ছড়াবে।
গতকাল ২৩শে ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশা শহরের দত্ত বাড়ীর আঙ্গীনায় সাংস্কৃতিক সংগঠন সংগীত আসর-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বসন্ত উৎসব-১৪২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগীত আসর’র সভাপতি চিন্ময় কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও আইডিয়াল গার্লস কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মিসেস নিলুফার রফিক, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, নিখিল কুমার দত্ত, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মৃত্যুঞ্জয় পাঠক, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, জাহাঙ্গীর মন্ডলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক হাজারী আবুল হাসিম।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা আরো বলেন, সবাই মিলে চেষ্টা করলে সংগীত আসর অবশ্যই সমৃদ্ধ হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ সংগীত আসরের সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগীত আসরের শিল্পীরা বসন্তের গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সংগীত আসরের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়।