বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য গতকাল ২২শে ফেব্রুয়ারী রাজবাড়ী পুলিশ লাইনস মাঠে প্রথম দিনে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। টিআরটি নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজবাড়ী পুলিশ সুপার সালামা বেগম,পিপিএম-সেবা’র উপস্থিতিতে নিয়োগ বোর্ডের সদস্যরা আগত বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে থেকে প্রথম দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। আগামীকাল ২৪শে ফেব্রুয়ারী লিখিত পরীক্ষা এবং ২৬শে ফেব্রুয়ারী লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা এবং ওই দিনই মৌখিক পরীক্ষা গ্রহণের পর ২৭শে ফেব্রুয়ারী মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, এবার রাজবাড়ী জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ৬২জন পুরুষ এবং ১১জন মহিলা নিয়োগ করা হবে -দেবাশীষ বিশ্বাস।