॥স্টাফ রিপোর্টার॥ গত ২০শে ফেব্রুয়ারী পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন রাজবাড়ী জেলার সাবেক ৭জন ইউএনও এবং ২জন এডিসি।
তারা হলেন যথাক্রমে ঃ রাজবাড়ী সদর উপজেলার সাবেক ৪জন ইউএনও এরমধ্যে বর্তমানে ফরিদপুরের এডিসি এরাদুল হক, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস.এম খুরশিদ-উল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সহকারী সচিব রুবিনা ফেরদৌসী, বালিয়াকান্দির সাবেক ইউএনও কামরুল হাসান, পাংশার সাবেক ইউএনও মোহাঃ আমিনুর রহমান, কালুখালীর সাবেক ইউএনও কামরুল হাসান এবং রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলীর আদেশপ্রাপ্ত মোঃ আব্দুর রহমান এবং সাবেক এডিসি মানোয়ার হোসেন মোল্লা।
এছাড়াও পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলীর একান্ত সচিব আহমদ কবীর, রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক(বর্তমানে গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব) মোঃ হাসানুজ্জামান কল্লোলের সহধর্মিনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রেষণে বাংলাদেশ সরকারী কর্মকমিশন ঢাকায় কর্মরত ডাঃ শেখ মুসলিমা মুন এবং রাজবাড়ী সদর উপজেলার সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বর্তমানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরেন্দ্র নাথ সাহা।
গত ২০শে ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মকর্তাগণসহ মোট ৩৯১জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়।