বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পদোন্নতি পেয়ে উপ-সচিব হলেন রাজবাড়ীর সাবেক ৭জন ইউএনও এবং ২জন এডিসি

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ গত ২০শে ফেব্রুয়ারী পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন রাজবাড়ী জেলার সাবেক ৭জন ইউএনও এবং ২জন এডিসি।
তারা হলেন যথাক্রমে ঃ রাজবাড়ী সদর উপজেলার সাবেক ৪জন ইউএনও এরমধ্যে বর্তমানে ফরিদপুরের এডিসি এরাদুল হক, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস.এম খুরশিদ-উল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সহকারী সচিব রুবিনা ফেরদৌসী, বালিয়াকান্দির সাবেক ইউএনও কামরুল হাসান, পাংশার সাবেক ইউএনও মোহাঃ আমিনুর রহমান, কালুখালীর সাবেক ইউএনও কামরুল হাসান এবং রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলীর আদেশপ্রাপ্ত মোঃ আব্দুর রহমান এবং সাবেক এডিসি মানোয়ার হোসেন মোল্লা।
এছাড়াও পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলীর একান্ত সচিব আহমদ কবীর, রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক(বর্তমানে গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব) মোঃ হাসানুজ্জামান কল্লোলের সহধর্মিনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রেষণে বাংলাদেশ সরকারী কর্মকমিশন ঢাকায় কর্মরত ডাঃ শেখ মুসলিমা মুন এবং রাজবাড়ী সদর উপজেলার সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বর্তমানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরেন্দ্র নাথ সাহা।
গত ২০শে ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মকর্তাগণসহ মোট ৩৯১জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!