রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান দিলেন এমপি জিল্লুল হাকিম

  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৮ই ফেব্রুয়ারী বিকেলে নদী ভাঙনে ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্থ, দুঃস্থ, অসহায়, দরিদ্র ব্যক্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭০জনের মাঝে ৩লাখ ৬৬হাজার ১০০টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের কল্যাণে রাজনীতি করেন। তিনি হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, প্রতিবন্ধীভাতা প্রভৃতি কর্মসূচী চালু করেছেন। নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য আর্থিক অনুদানের বরাদ্দ দিয়েছেন। বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠবই তুলে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাতে আরো বেশী করে মানুষের কল্যাণে কাজ করতে পারেন, এলাকায় বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন করতে পারেন এ লক্ষ্যে তার জন্য দোয়া কামনা করেন তিনি।
পরে প্রধান অতিথি এমপি জিল্লুল হাকিম সুবিধাভোগী লোকজনের মাঝে আর্থিক অনুদানের প্রত্যেকের ৫হাজার টাকার চেক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!