রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ কোয়াটার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করলো ৮টি দল

  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ “খেলাধুলার চর্চা করি, মাদকমুক্ত গোয়ালন্দ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ইনডোর স্টেডিয়ামে চলছে উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮। গত ১৫ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে।
আয়োজিত তৃতীয় দিন গত শনিবার রাতে খেলায় অংশ নিয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে ৪টি করে মোট ৮টি দল বাদ পড়েছে। এরআগে গত বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ১৮ই ফেব্রুয়ারী রাতে বিজয়ী ৮টি দল কোয়াটার ফাইনাল খেলায় অংশ নেয়। এতে বিজয়ী ৮টি দল নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিয়েছিল।
গতকাল রবিবার কোয়াটার ফাইনাল খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মূল আয়োজক উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, দৌলতদিয়া আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার ক্রীড়া সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন জানান, গত শনিবার রাতে প্রথম পর্বে ‘ক’ গ্রুপ থেকে কায়েস স্মৃতি ক্লাব বনাম ইসম্যাস বয়েজ, নীল আকাশ বনাম চৌধুরী আব্দুল হামিদ একাডেমী, ব্যাডমিন্টন বয়েজ বনাম গোয়ালন্দ উপজেলা হাসপাতাল ও সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ বনাম গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কায়েস স্মৃতি ক্লাব ২-১ গেমে, নীল আকাশ ২-১ গেমে, ব্যাডমিন্টন বয়েজ ২-০ গেমে ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ ২-০ গেমে বিজয়ী হয়ে কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দ্বিতীয় পর্বে ‘খ’ গ্রুপ থেকে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় বনাম পৌরসভার ১নম্বর ওয়ার্ড, সামি শপ বনাম সোহাগ স্মৃতি ক্লাব, এস.এস ক্লাব বনাম গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাব এবং বরাট ক্লাব হাউস-২ বনাম সানমুন ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পৌরসভার ১নম্বর ওয়ার্ড ৩-১ গেমে, সোহাগ স্মৃতি ক্লাব ৩-১ গেমে, গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাব ২-০ গেমে এবং সানমুন ক্লাব ২-০ গেমে বিজয়ী হয়ে কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে মোট ৮টি দল বাদ পড়ে বিজয়ী হয়েছে বাকি ৮টি দল। বিজয়ী ৮টি দল গতকাল রবিবার রাতে কোয়াটার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।
কোয়াটার ফাইনাল খেলায় ‘ক’ গ্রুপ থেকে নীল আকাশ বনাম কায়েস স্মৃতি ক্লাব ও ব্যাডমিন্টন বয়েজ বনাম গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের মধ্যে খেলা প্রতিদ্বন্দ্বিতা করে। একই সাথে রাতেই দ্বিতীয় পর্বে ‘খ’ গ্রুপ থেকে সানমুন ক্লাব বনাম পৌরসভার ১নম্বর ওয়ার্ড এবং গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাব বনাম সোহাগ স্মৃতি ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
প্রতিদিন রাতে খেলা পরিচালনা করছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ শেখ, চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসেন ও তেনাপচা কাজী মোনাক্কা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
টুর্নামেন্টের মূল আয়োজক উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন বলেন, “খেলাধুলার চর্চা করি, মাদকমুক্ত গোয়ালন্দ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার কোয়াটার ফাইনাল খেলায় বিজয়ীরা আগামীতে নির্ধারিত একদিনে সেমিনাইল ও ফাইনাল খেলায় অংশ নিবে।
ফাইনাল খেলায় শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদরাসা) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণের কথা রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!