শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ১৯তম বার্ষিক সদস্য সভা গতকাল ১৭ই ফেব্রুয়ারী বেলা ১১টায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক বেলায়েত হোসেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, সমিতি বোর্ডের সভাপতি ও ৬নং এলাকা পরিচালক আশীষ কুমার বর্দ্ধন, সহ-সভাপতি ও ৭নং এলাকা পরিচালক মোঃ লতিফ বিশ্বাস, সচিব ও ১নং এলাকা পরিচালক সালাম আল মাসুদ, ২নং এলাকা পরিচালক মোঃ হাবিবুর রহমান মোল্লা, ৩নং এলাকা পরিচালক মোঃ কোবাদ হোসেন, ৪নং এলাকা পরিচালক মোঃ ফিরোজ শেখ, ৫নং এলাকা পরিচালক মোঃ ইসরাত আলী মন্ডল, মহিলা পরিচালক নুরজাহান বেগম, প্রভাতী রানী দাস প্রমুখ। সভায় ২০১৬-২০১৭ অর্থ বৎসরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ ও মহিলা পরিচালক রেহেনা পারভীন।
বক্তাগণ পল্লী বিদ্যুতের গ্রাহকদের জ্ঞাতার্থে সিটিজেন চার্টার, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমে গ্রাহকের ভূমিকা, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের সতর্কবাণী, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অনলাইনে এবং টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, আবাসিক, বাণিজ্যিক, সেচ, শিল্প ও অনান্য সংযোগ ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরীতে গ্রাহক পর্যায়ে উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের ২য় পর্বে নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!