॥স্টাফ রিপোর্টার॥ লাইসেন্স না থাকাসহ কাঠ দিয়ে ইট পোড়ানোয় গতকাল ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২টি ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বোয়ালিয়া ইউনিয়নের পিইপি ব্রিকস ফিল্ড নামক ইটভাটাকে ৮০হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম একই ইউনিয়নের শ্যামসুন্দরপুরের আর.এম ব্রিকস ফিল্ড নামক ৭০ হাজার টাকা জরিমানা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মোতাবেক তাদেরকে এই জরিমানা করেন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।