॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার মধ্যে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই ফেব্রুয়ারী দুপুরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ প্রথম হয়।
প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা বক্তব্য রাখেন।