॥আসহাবুল ইয়ামনি রয়েন॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার প্রতিযোগিতা গতকাল ১২ই ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ এম.এ খালেক।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি এবং স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।
এ সময় সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসাইনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রণকারী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও স্বাগত বক্তা তাদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়াসহ শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হয়ে ভবিষ্যৎ জীবন গড়তে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যেসব বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন সেসব তুলে ধরেন। এছাড়াও তারা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ যাতে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা করান তার উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার একটি পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে প্রথম পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ১৫টি দল গতকাল সোমবার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই ১৫টি দলের মধ্যে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ম স্থান, আলীপুর ইউনিয়নের আলাদিপুর আর.সি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় স্থান ও চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।
উপজেলা পর্যায়ের ১ম স্থান অধিকারী দল পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়, জেলা পর্যায়ের ১ম স্থান অধিকারী দল বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকারী দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।