শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

চরমপন্থী বাহিনীর প্রধান জুলহাস পাবনার ঢালার চরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত॥অস্ত্র উদ্ধার॥রাজবাড়ী ও পাবনা জেলায় স্বস্তি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ ঢাকায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ও জুলহাস বাহিনীর প্রধান জুলহাস মন্ডল(৪২) পাবনা জেলার ঢালার চরে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
গত ৩০শে জানুয়ারী দিনগত রাত ২টার দিকে ঢালার চর ইউনিয়নের বালাজ মেম্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মন্ডল একই ইউনিয়নের জসিম মন্ডলের ছেলে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, একাধিক মামলার পলাতক আসামী পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়া অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী জুলহাস মন্ডলকে ঢাকার নিউ মার্কেট থানার পুলিশ গ্রেফতার করে পাবনা জেলার আমিনপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জুলহাস তার অস্ত্রভান্ডার ও বাহিনীর অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য দেয়। জুলহাসের স্বীকোরোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে আমিনপুর থানার ওসি সুকান্ত মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঢালার চর ইউনিয়নের দড়ির চর এলাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বালাজ মেম্বারের মোড় এলাকায় ওৎ পেতে থাকা জুলহাসের সহযোগিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে জুলহাস পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিবর্ষণের বিপরীতে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে জুলহাস গ্রুপের সহযোগীরা টিকতে না পেরে মাঠের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। গোলাগুলি থামার পর স্থানীয়দের নিয়ে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় জুলহাস মন্ডলকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি দেশী পাইপগান, ৭ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ ও ৬ রাউন্ড বন্দুকের গুলির খোসা, ১টি দেশী পয়েন্ট ২২ বোর পিস্তল, ১ রাউন্ড পয়েন্ট ২২ বোর পিস্তলের তাজা গুলি, ১টি খালি কার্তুজ, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য জুলহাসের মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও বন্দুকযুদ্ধের সময় আমিনপুর থানার ৪জন পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে প্রাথমিক বিচিকৎসা দেয়া হয়েছে।
নিহত জুলহাসের বিরুদ্ধে পাবনার আমিনপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া থানায় মোট ৯টি মামলা রয়েছে।
রাজবাড়ী পুলিশের একটি সুত্র জানায়, জুলহাস মন্ডল অস্ত্র মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত। তার সাজার মেয়াদ শেষ হওয়ার পর সে পুনরায় অপরাধ জগতে ফিরে যায়। রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনীনগরের মোসলেম হত্যা মামলাসহ একাধিক হত্যা ও ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে রাজবাড়ী, পাংশা ও গোয়ালন্দ থানায় ৮/১০টি মামলা রয়েছে। তার নিহত হওয়ার খবরে রাজবাড়ী ও পাবনা জেলার চরাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!