॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল ১৬ই জানুয়ারী সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নতুন যোগদানকৃত ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁন এবং বদলী জনিত বিদায়ী ইউএনও মোঃ সাখাওয়াত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, নতুন যোগদানকৃত ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁন এবং বদলী জনিত বিদায়ী ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, এসিল্যান্ড শেখ রাশেদউজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ নতুন ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁন এবং বিদায়ী ইউএনও মোঃ সাখাওয়াত হোসেনকে ক্রেস্ট, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক পিআইও মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অন্যান্য অফিসারবৃন্দ বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও উপহার সামগ্রী, আইসিটি বিভাগের কর্মকর্তা মাহবুবা আক্তার ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর নেতৃত্বে অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ বিদায়ী ইউএনও মোঃ সাখাওয়াত হোসেনকে উপহার সামগ্রী প্রদান করেন। এরআগে নবাগত ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম খান ও বিদায়ী ইউএনও মোঃ সাখাওয়াত হোসেনকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিববৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঃ নতুন যোগদানকৃত ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁন গত সোমবার বিকেলে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন। নবাগত ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁনের বাড়ী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। ১পুত্র ও ১কন্যা সন্তানের জনক তিনি।
অপরদিকে বিদায়ী ইউএনও মোঃ সাখাওয়াত হোসেনের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে বদলী হয়েছে। তিনি পাংশাতে প্রায় ৭মাস সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।